
মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক
প্রকাশ: ১৭ মার্চ ২২ । ১৯:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২২ । ১৯:৪৭
স্পোর্টস ডেস্ক

মুশফিকুর রহিম
বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে ডানহাতি ব্যাটার মুশফিকুর রহিম। হাফ-সেঞ্চুরি করা থেকে মাত্র ১টি অর্ধশতক দূরে আছেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার। ২৩০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে মুশফিকের।
সেঞ্চুরিয়ানে আগামীকাল থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচে অর্ধশতক তুললেই হাফ-সেঞ্চুরির পঞ্চাশ পূর্ণ করবেন মুশফিক।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি করেছেন দেশসেরা ব্যাটার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২২২ ম্যাচে ৬৫টি হাফ-সেঞ্চুরির ইনিংস আছে তামিমের। ২১৮ ম্যাচে ৫৮টি হাফ-সেঞ্চুরি আছে সাকিবের। এবার তামিম-সাকিবের মত হাফ-সেঞ্চুরির পঞ্চাশ ছোঁয়ার দ্বারপ্রান্তে মুশফিক।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com