'সাকিবকে বিশ্রাম দেয়ার কথা শুনিনি'

প্রকাশ: ১৭ মার্চ ২২ । ২২:২৯ | আপডেট: ১৭ মার্চ ২২ । ২২:২৯

ক্রীড়া প্রতিবেদক

শারীরিক ও মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। এক সপ্তাহের নানা নাটকের পর অবশ্য ঠিকই তিনি দক্ষিণ আফ্রিকার বিমানে ওঠেন। দলের সঙ্গে যোগ দিয়ে নিয়মিত অনুশীলন করেছেন। এখন ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন।

গত ১২ মার্চ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আফ্রিকা সফরেও সাকিবকে দুই-এক ম্যাচ বিশ্রাম দেওয়া হতে পারে! তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দাবি করেছেন, এমন কোনো তথ্য তার কাছে নেই।

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগের দিন সাকিবের বিশ্রাম নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমার কাছে এমন কোনো বার্তা নেই, যেখানে আমাকে বলা হয়েছে ওকে এক-দুইটা ম্যাচ বিশ্রাম দিতে হবে বা কিছু। বেশ ভালো মেজাজে আছেন সাকিব। প্রথম ওয়ানডে খেলতে এবং অন্য সবার মতো ভালো ফল পেতে মুখিয়ে আছেন।

তিনি আরো বলেন, আমি জানি সে আমাদের দলের সঙ্গে কাছে এবং পুরো সিরিজের জন্য অ্যাভেইলেবল। তার সঙ্গে আমার নরমাল ক্রিকেট নিয়েই আলাপ হয়েছে। সে চায় আমরা যেন সবাই মিলে ভালো করি। তাছাড়া অন্য কোনো তথ্য আমার কাছে নেই।

বাংলাদেশের সর্বশেষ সিরিজ আফগানিস্তানের বিপক্ষেও খেলেছেন সাকিব। সেই সিরিজ চলাকালীনই সাকিব জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ছুটি চান। তারপর তো মানসিক ও শারীরিক স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পুরো সিরিজ থেকেই ছুটি চেয়ে বসেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সাকিবকে ছুটি দিয়েছিল আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। তবে তা বাতিল করে সাকিবই আবার দক্ষিণ আফ্রিকা সফরে রাজি হন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com