নেপালকে উড়িয়ে সাফ শুরু বাংলাদেশের

প্রকাশ: ১৭ মার্চ ২২ । ২২:৪৫ | আপডেট: ১৭ মার্চ ২২ । ২২:৪৫

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শুভসূচনা করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছে নেপালকে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ১৯ মার্চ।

ম্যাচে লিড নিতে বেশি সময় নেয়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। মাত্র ৪৪ সেকেন্ডে নেপালের জালে বল জড়িয়েছিল বাংলাদেশের মেয়েরা। কর্নার কিক থেকে আফিদা হেডে প্রথম গোলটি করেন। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে লম্বা ভলিতে বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা এনেছিলেন নেপালের দিপা।

বাংলাদেশও আবার লিড নেয় তিন মিনিটের মাথায়। ৩২ মিনিটে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে গতি দিয়ে পরাস্ত করে লক্ষ্যভেদ করেছেন আকলিমা। একটু পর ইতির জোরালো শট বাঁক খেয়ে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ে।

প্রথমার্ধের শেষ দিকে রিপার গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নিতে পারে বাংলাদেশ। ৪৩ মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে সতীর্থের সঙ্গে সংঘর্ষে পড়ে যান নেপাল গোলরক্ষক। ফাঁকায় বল পেয়ে সুযোগ কাজ লাগান রিপা।

এরপর বাংলাদেশ বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। উল্টো ইনজুরি সময়ে নেপাল গোল করে ব্যবধান কমিয়ে ২-৪ করে। গোল করেন আমিশা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com