
জেল অথবা রাজপথ বেছে নিতে হবে: গয়েশ্বর
প্রকাশ: ১৭ মার্চ ২২ । ২৩:০৫ | আপডেট: ১৭ মার্চ ২২ । ২৩:০৫
সমকাল প্রতিবেদক

গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনীতিবিদরা হয় রাজপথে থাকবেন, না হয় জেলখানায় থাকবেন। রাজনৈতিক কর্মীরা জেলখানায় গেলে তাদের সম্মান বাড়ে। আর আমরা যদি কোনোটাতেই না থাকি, তাহলে কাপুরুষের মতো মরতে হবে। তাই সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের জেল অথবা রাজপথ বেছে নিতে হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ছাত্র যুব ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন একটাই পথ- হয় জেলখানা, না হয় রাজপথ। আমরা ভয়ে জেলেও যাব না, রাজপথেও থাকব না; তাহলে আমাদের মুক্তিও আসবে না। তিনি বলেন, আওয়ামী লীগের উদ্দেশ্য জনগণ নয়। তাদের উদ্দেশ্য জনগণের টাকা লুটপাট করা। সেই সম্পদ সামাল দিতে পারছে না বলেই বিদেশে পাচার করছে।
আলোচনা সভায় সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com