
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, তান্ত্রিক গ্রেপ্তার
প্রকাশ: ২১ মার্চ ২২ । ১৯:১৬ | আপডেট: ২১ মার্চ ২২ । ২০:১৫
ঠাকুরগাঁও প্রতিনিধি

তান্ত্রিক প্রকাশ বর্মণ ঝোল। ছবি-সংগৃহীত
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রকাশ বর্মণ ঝোল নামে এক কথিত তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সদর উপজেলার ঢোলারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মের অনুষ্ঠান থেকে নানা প্রলোভন দেখিয়ে কৌশলে তিন বছরের সন্তানসহ এক নারীকে রেলক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান তান্ত্রিক প্রকাশ ঝোল ও অভিযুক্তরা। সেখানে রাতভর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন তারা। এরপর ঘটনা ধামাচাপা দিতে তারা টাকা ও নানা রকম ভয়ভীতি দেখান ওই নারীকে। ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ভুক্তভোগী ওই নারী।
পরে গত ৭ মার্চ ওই নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুকের আদালতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় রেলওয়ের গেটকিপার শামিম ইসলামকে। মামলার অন্য আসামিরা হলেন- মো. এনামুল হক, উজ্জ্বল দাস ও তান্ত্রিক প্রকাশ ঝোল।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জণ রায় বলেন, প্রকাশ বর্মণকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com