করোনা: শনাক্ত ১২১, মৃত্যু নেই

প্রকাশ: ২২ মার্চ ২২ । ১৭:৩৯ | আপডেট: ২২ মার্চ ২২ । ১৭:৪৭

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

আরও একটি দিন মৃত্যুহীন পার করলো দেশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি। তবে এই সময়ে সারাদেশে ১২১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে আরও জানা যায়, শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৭ জন বা ৭২ শতাংশই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। আর ঢাকা বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৮ জন। 

গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন আরও এক হাজার ২৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠলেন।

এদিকে নতুন করে কোনো মৃত্যুর খবর না আসায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ১১৭ জনে রয়েছে। সোমবারও সারাদেশে করোনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com