
কলমাকান্দায় নদী থেকে নৌশ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশ: ২৮ মার্চ ২২ । ২২:২৬ | আপডেট: ২৮ মার্চ ২২ । ২৩:৩৬
কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা

প্রতীকী ছবি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নদী থেকে বশির মিয়া (৩৫) নামে এক নৌশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা সদরের উব্ধাখালী নদীর ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন।
নিহত বশির সুনামগঞ্জ তাহিরপুরের সুলেমানপুর গ্রামের ডেন্ডু মিয়ার ছেলে এবং তিনি নৌকার পরিবহন কাজে নিয়োজিত শ্রমিক ছিলেন।
নিহতের সহকর্মী মোশারফ হোসেন জানান, আমাদের নৌকায় কয়লা আনলোড করা অবস্থায় ছিল। দুপুর সাড়ে ৩টার দিকে নৌকার তলদেশে পানির পরিমাণ বেশি দেখে তাদের নৌকা ছিদ্র হয়ে থাকতে পারে বলে পানিতে নামেন বশির। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তার ফিরে আসতে দেরি হওয়ায় আমি নৌকার পেছনের গিয়ে তার খোঁজ নেই। দেখতে না পেয়ে আরও দুই নৌকা নিয়ে তার সন্ধান করি। কিন্তু না পাওয়ায় স্থানীয় জেলেদের সহযোগিতায় জাল ফেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বশিরের লাশ উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, এ ঘটনায় এখেনো কোনো মামরা হয়নি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com