আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

গ্যালারি সঙ্গে নিয়ে ভাগ্যবদলের আশা

বাংলাদেশ বনাম মঙ্গোলিয়া : বিকেল ৫.৩০

প্রকাশ: ২৯ মার্চ ২২ । ০০:০০ | আপডেট: ২৯ মার্চ ২২ । ১৭:১৮ | প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক

২১ বছর পর মঙ্গোলিয়ার মুখোমুখি বাংলাদেশ। সিলেটে ম্যাচের আগে শেষ প্রস্তুতিতে জামাল ভূঁইয়ারা

ঘরের মাঠেও অনেক দিন কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। সর্বশেষ ২০২০ সালের নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিলেন জামাল ভূঁইয়ারা। করোনার কারণে সেই সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক-তৃতীয়াংশ দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। প্রায় সতেরো মাস পর আবারও হোমগ্রাউন্ডে ফুটবল উন্মাদনা।

গ্যালারিতে ফিরছে শতভাগ দর্শক। প্রীতি ফুটবল ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে লড়াইটি বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। মালেতে মালদ্বীপের কাছে হারের ক্ষত মুছে ফেলার সুযোগ হ্যাবিয়ের ক্যাবরেরার দলের সামনে। ম্যাচটি যখন সৌভাগ্যের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে, তখন ভাগ্যবদলের আশা করতেই পারেন ফুটবলপ্রেমীরা। আজ বিকেল সাড়ে ৫টায় মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু প্রীতিতেই সীমাবদ্ধ নয়, ফিরিয়ে আনছে ২১ বছর আগের স্মৃতি।

২০০১ সালে বিশ্বকাপ বাছাইয়ে সৌদি আরবে মঙ্গোলিয়ার বিপক্ষে দু'বারের দেখায় প্রথমটিতে ৩-০ গোলে জেতা বাংলাদেশ পরেরটিতে ২-২ গোলে ড্র করেছিল। সেই ম্যাচে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন বর্তমান দলের ম্যানেজার ইকবাল হাসান, সহকারী কোচ বিপ্লব ভট্টাচার্য ও হাসান আল মামুন। এ তিন ফুটবলারের চাওয়া সিলেটে ফিরে আসুক দুই দশক আগের সেই সুখস্মৃতি।

দীর্ঘদিন পর দুটি দেশ মুখোমুখি হচ্ছে ফুটবলের লড়াইয়ে। মাঝের এই সময়ে অনেক কিছু পরিবর্তন হলেও বদলায়নি বাংলাদেশ ও মঙ্গোলিয়ার ফুটবল। ফিফা র‌্যাঙ্কিংয়ে এ দুই দেশের অবস্থানে তেমন কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ ১৮৬, মঙ্গোলিয়ার অবস্থান ১৮৪তম। আর নিজেদের শেষ ম্যাচে হারের স্বাদ পেয়েছে দু'দল। লাওসের কাছে ১-০ গোলে মঙ্গোলিয়া আর মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। নতুন কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে ব্যর্থ ক্যাবরেরা মঙ্গলবার সিলেটে জিততে মরিয়া, 'জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। মঙ্গোলিয়া প্রাণপ্রাচুর্যে ভরপুর দল। মালদ্বীপের মতো কৌশলী নয়, সম্ভবত সোজাসাপটা খেলে। তবে নিজেদের গেমপ্ল্যান নিয়েই আমাদের মনযোগী হতে হবে। আমরা কৌশলগুলো কীভাবে রপ্ত করব, মাঠে প্রয়োগ করব সেদিকেই মনোযোগ দিচ্ছি।'

২০১৮ সালে এই সিলেটেই বঙ্গবন্ধু গোল্ডকাপে লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন জামাল ভূঁইয়া। সময়ের পরিক্রমায় চার বছর পর আবারও সেই সিলেটে লাল-সবুজের দলটি। এবারও বাংলাদেশের নেতৃত্বে জামাল। সিলেটের মাঠে দর্শকদের নিরাশ করতে চান না তিনি, 'আমি এই স্টেডিয়ামে (সিলেট জেলা) খেলতে সবসময় পছন্দ করি। মনে হয় দর্শকরা সব সময় খুব কাছে আছে। আমরা সব ফুটবলার চাই দর্শক মাঠে আসুক। আমরা ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করব।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com