
ইউক্রেনে রুশ ধনকুবেরকে বিষ প্রয়োগের অভিযোগ
প্রকাশ: ২৯ মার্চ ২২ । ১০:৩১ | আপডেট: ২৯ মার্চ ২২ । ১৮:৫৮
স্পোর্টস ডেস্ক

রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের আবহে প্রবল চাপে আছেন চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচ। প্রবল সমালোচনার মুখে চেলসি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার সামনে এল আরো এক চাঞ্চল্যকর তথ্য।
রুশ ধনকুবের এবং ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী রোমান আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্চের শুরুতে কিয়েভে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে একটি বৈঠকে যোগ দেন আব্রামোভিচ। এরপরই তার শরীরে বিষক্রিয়ার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। বিষ প্রয়োগের ফলে আব্রামোভিচের চোখে জ্বালাপোড়া এবং ত্বকে সমস্যা দেখা দিয়েছিল।
আব্রামোভিচ সহ ওই বৈঠকে থাকা ইউক্রেনীয় প্রতিনিধি দলের আরও দুই সদস্যও বিষ প্রয়োগে আক্রান্ত হয়েছেন বলেও জানা গেছে। তাদের একজন ইউক্রেনের সাংসদ রুস্তেম উমেরভ। তবে আব্রামোভিচ এখন সুস্থ আছেন এবং যুদ্ধ বন্ধে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ওয়াল স্ট্রিট জার্নালে এই খবর প্রকাশিত হওয়ার পর অনেকে দাবি করেছেন, শান্তি বৈঠক ভঙ্গ করতেই হয়তো এই আক্রমণ করা হয়েছিল। তবে এই সমস্ত উপসর্গ কোনও কেমিক্যাল শরীরে প্রবেশ করায় হয়েছে, নাকি ইলেক্ট্রোম্যাগনেটিক–রেডিয়েশনের প্রভাবে হয়েছে, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।
দেড় যুগ আগে সাবেক রুশ গোয়েন্দা আলেকজান্ডার লিটভিনেনকো যুক্তরাজ্যে পালিয়ে যাওয়ার পর বিষ প্রয়োগের শিকার হয়েছিলেন, যা ব্যাপক আলোচিত ছিল বিশ্বজুড়ে। তখন অভিযোগ উঠেছিল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই লিটভিনেনকোকে বিষ প্রয়োগে হত্যা করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com