ময়মনসিংহ ও আনন্দ মোহন কলেজে নতুন কমিটি

প্রকাশ: ২৯ মার্চ ২২ । ০০:০০ | আপডেট: ২৯ মার্চ ২২ । ১১:৫৬ | প্রিন্ট সংস্করণ

মোস্তাফিজুর রহমান

কমিটি গঠন শেষে ফটোসেশনে ময়মনসিংহের সুহৃদরা

সুহৃদ সমাবেশের ময়মনসিংহ জেলা শাখা ও আনন্দ মোহন কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ববর্তী কমিটি বিলুপ্ত হওয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো। ২৪ মার্চ পৃথক স্থানে আলোচনা শেষে দুটি কমিটি গঠন করা হয়। বিকেল ৪টায় ময়মনসিংহ পলিটেকনিকেল ইনস্টিটিউট সভাকক্ষে কমিটি গঠন সভায় স্বাগত বক্তব্যে গঠনতন্ত্রের আলোকে সুহৃদ সমাবেশের কার্যক্রম, করণীয় ও বর্জনীয় সম্পর্কে নানা বিষয় তুলে ধরেন সমকাল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। আলোচনা শেষে কার্যনির্বাহী কমিটি ও বিশিষ্টজনকে নিয়ে গঠন করা হয় ১০ সদস্যের উপদেষ্টা পরিষদও। আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন- উপাধ্যক্ষ মো. শওকত হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আরিফ আহমেদ ফকির। কমিটির অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ মনিরুল ইসলাম, মতিউর রহমান ফয়সাল, সাদিক বিন রশিদ খান সমিক, মাহফুজুর রহমান, মেহেদী হাসান ইভেন, এ.কে.এম জহিরুল হক, আবুল বাশার হৃদয়, দিবাকর ভূষণ মিত্র প্রমুখ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজে নতুন কমিটি গঠন সভায় আলোচনা শেষে ৩৫ সদস্যের আগামী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন রায়হান-ই-জাহান খান শুভ, সাধারণ সম্পাদক হন আবদুল্লাহ আল নোমান নুহাশ। কমিটির অন্য সদস্যরা হলেন আরিফুর রহমান, এএম মুইনুল হাসান, ইফ্রয়িম মাহফুজ শান্ত, ফারহানা সিফাত জেমি, আবদুল্লাহ আল মামুন, সাদিয়া সুলতানা, মোহনা আক্তার মার্লি, সাজিদুর রহমান, রাকিবুল ইসলাম, মোস্তায়িন বিল্লাহ, মাহমুদুল হাসান, সাবিকুন্নাহার বৃষ্টি, সারোয়ার জাহান স্বাধীন, জেমিন তাসনিম প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com