
মুক্তিযুদ্ধের কথা বলে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ: মন্টু
প্রকাশ: ২৯ মার্চ ২২ । ১৭:০৫ | আপডেট: ২৯ মার্চ ২২ । ১৭:০৫
খুলনা ব্যুরো

মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওড়ে আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু।
মঙ্গলবার দুপুরে খুলনার সোনাডাঙ্গায় একটি হোটেলের কনফারেন্স রুমে গণফোরামের খুলনা বিভাগীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের স্বপ্নের বাংলাদেশ ভালো নেই। আমরা দেখছি আমাদের মা-বোনেরা বাচ্চা কোলে নিয়ে টিসিবির ট্রাকের পিছনে ছুটছে, সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। ঢাকায় সামিয়া নামে এক নিরীহ মেয়ের গুলিতে মৃত্যু, ছিনতাইকারীর ছুরিতে ডাক্তারের মৃত্যু হয়েছে। দেশের এই দুরাবস্থার জন্য দায়ী বিচারহীনতা ও গণতন্ত্রহীনতা। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তার সবচেয়ে অন্যতম কারণ ছিলো গণতন্ত্র। অথচ মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওড়িয়ে এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘নির্বাচনকে নির্বাসিত করে এই দেশের সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীন দল। তারা দেশের জনগণকে জিম্মি করে রেখে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে, কিন্তু এই ক্ষমতা দখল তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। জনগণ তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে।’
সম্মেলনে বক্তৃতা করেন গণফোরাম নির্বাহী সভাপতি মহসীন রশিদ, সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট হাফিজ উদ্দিন, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, কেন্দ্রীয় কমিটির সদস্য অহেদুল হক, ফেরদৌসী বেগম ময়না, এম হামিদুল হক, মোনায়েম হোসেন, শফিউল আলম সুজন প্রমুখ।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন গণফোরাম নির্বাহী সভাপতি মহিউদ্দিন আবদুল কাদের এবং সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলীনূর খান বাবুল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com