বাল্টিক তিন দেশের ১০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

প্রকাশ: ২৯ মার্চ ২২ । ১৭:৩৬ | আপডেট: ২৯ মার্চ ২২ । ১৭:৩৬

অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে।

মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কাতারভিত্তিক আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। 

এর আগে চলতি মাসের শুরুর দিকে লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুনিয়া সম্মিলিতভাবে রাশিয়ান ১০ কূটনীতিককে বহিষ্কার করেছিল। রাশিয়া বলছে, রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিশোধ হিসেবে তারা এই কূটনীতিকদের বহিষ্কার করেছে। 



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com