
সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে বিদেশ যেতে হবে না: বিএসএমএমইউ উপাচার্য
প্রকাশ: ২৯ মার্চ ২২ । ১৭:৫৬ | আপডেট: ২৯ মার্চ ২২ । ১৭:৫৬
অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবার জন্য আর বিদেশে যেতে হবে না বলে দাবি করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণের এক বছর পূর্তিতে মঙ্গলবার শহীদ ডা. মিল্টন হলে সংবাদ সম্মেলনে আসেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান উচ্চতর চিকিৎসা শিক্ষা কার্যক্রম আরো গতিশীল ও সম্প্রসারণ করার সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্ডার গ্রাজুয়েট কোর্সও চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত গবেষণা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং এই কার্যক্রম আরো জোরদার গতিতে নেওয়া হবে। চিকিৎসাসেবার ক্ষেত্রেও দেশের প্রধানতম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বমানের চিকিৎসাসেবা ও সকল ধরণের রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করা হবে।
অধ্যাপক শারফুদ্দিন তার উপাচার্য মেয়াদে বিভিন্ন কার্যক্রমের বর্ণণা দেন এই অনুষ্ঠানে।
গত ১ বছরের গৃহীত বিশেষ কার্যক্রমের মধ্যে রয়েছে
#জেনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের গবেষণার ফলাফল প্রকাশ
#২০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট চালু
#পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি ক্লিনিক, পেডিয়াট্রিক থাইরয়েড ক্লিনিক ও গ্রোথ ক্লিনিকের যাত্রা শুরু
#রেটিনোপ্যাথি অফ প্রিমেচিউরিটি (আরওপি) ক্লিনিক চালু চালু, প্যাথলজি বিভাগের সাইটোজেনেটিকস ল্যাব এ ফিস টেস্টের উদ্বোধন
#ল্যাবরেটরি মেডিসিন বিভাগে ইমারজেন্সী ল্যাব উদ্বোধন
#রোগীদের সুবিধার্থে বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু
#অর্থোপেডিক সার্জারি বিভাগে আরর্থ্রোস্কোপি ইউনিটে না কেটেই সফলভাবে শোল্ডার জয়েন্ট আরর্থ্রোস্কোপির মাধ্যমে ব্যাংকার্ট রিপেয়ার কার্যক্রম শুরু
#ইনফার্টিলিটির চিকিৎসায় স্টেম সেলের প্রয়োগ
#রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগে ডিম্বাশয়ে স্টেম সেল থেরাপি প্রতিস্থাপন
#বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগে স্থাপিত স্বয়ংক্রিয় জীবাণু সনাক্তকরণ
#তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসার জন্য ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট বহির্বিভাগ ক্লিনিক চালু
#কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট (ফিকাল ইমিউনোকেমিকেল টেস্ট-ফিট) চালু, অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের উদ্যোগে স্কিল ল্যাবের উদ্বোধন
#কোভিড-১৯-এর ৭৬৯টি জেনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com