১৮ কোটি টাকা আত্মসাৎ

ব্যবসায়ী দম্পতির পাঁচ মাসের কারাদণ্ড

প্রকাশ: ২৯ মার্চ ২২ । ২১:০৪ | আপডেট: ২৯ মার্চ ২২ । ২১:০৪

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ব্যাংক ঋণের ১৮ কোটি টাকা পরিশোধ না করায় ব্যবসায়ী দম্পতির পাঁচ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালত বিচারক মুজাহিদুল ইসলাম এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন— ব্যবসায়ী মো. শাহ আলম ও তার স্ত্রী আয়েশা বেগম। 

অর্থঋণ আদালতের ব্যঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, নগরীর খাতুনগঞ্জ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় সদরঘাটের মেসার্স চট্টগ্রাম এগ্রো প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. শাহ আলম ও তার স্ত্রী আয়েশা বেগমকে পাঁচ মাস কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ জারি মামলা নম্বর— ১২৬/২০২১ দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। তাদের থেকে ১৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৭ টাকা পাওনা রয়েছে ব্যাংকের। দণ্ডিত দম্পতি আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com