
বাজার নিয়ে কেন উদ্বিগ্ন সরকার
প্রকাশ: ২৯ মার্চ ২২ । ২২:১১ | আপডেট: ২৯ মার্চ ২২ । ২২:৩৫
অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দেশের আমদানিনির্ভর পণ্য বাজার নিয়ে সরকার উদ্বিগ্ন। বিশেষ করে জ্বালানি তেল, গম ও ভুট্টা আমদানি নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ রাশিয়ার ব্যবস্থাপনা ও অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।
যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় একটি প্রতিবেদন তৈরি করেছে। 'বাংলাদেশের আমদানিনির্ভর পণ্যের বাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব' সংক্রান্ত ওই বিশেষ প্রতিবেদনে সরকারের এ উদ্বেগ ফুটে উঠেছে। প্রতিবেদনটি ২১ মার্চ বাণিজ্য, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আলোচনা করেছেন সমকালের সিনিয়র রিপোর্টার শেখ আবদুল্লাহ ও সহ-সম্পাদক উম্মে রাহী।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com