‘সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিকল্প নেই’

প্রকাশ: ২৯ মার্চ ২২ । ২২:৩০ | আপডেট: ২৯ মার্চ ২২ । ২২:৩০

ফরিদপুর অফিস

সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিকল্প নেই। আইনটির কার্যকর বাস্তবায়ন হলেই জনগণ এর সুফল পাবে। তাই সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ রাখতে হবে। ফরিদপুরে তথ্য অধিকারবিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে সরকারি দপ্তরগুলোর তথ্য প্রদানকারী কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সনাক ফরিদপুরের সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। তিনি বলেন, দেশের সংবিধানে নাগরিকের বাকস্বাধীনতাকে অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরই একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে তথ্য অধিকার আইন। তিনি কর্মকর্তাদের প্রতি এ আইনের কার্যকর প্রয়োগ ও প্রচারের নির্দেশনা দেন। পাশাপাশি কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে খেলায় রাখতে বলেন।

সভায় শিপ্রা গোস্বামী বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের শুরু থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সনাক কাজ করে যাচ্ছে। তিনি প্রত্যাশা করেন, সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় ফরিদপুরের জনগণ এই আইনটির সুফল পাবে।

সভায় তথ্য অধিকার আইন কী এবং কেন, স্বপ্রণোদিত তথ্য প্রচার ও প্রকাশ, তথ্য সংরক্ষণ, বাংলাদেশে আইনটির বর্তমান অবস্থা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে করণীয় নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন টিআইবি ঢাকা ক্লাস্টারের কো-অর্ডিনেটর মাহান উল হক। উপস্থাপনা শেষে মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com