‘ছোট কালের অভিজ্ঞতা’ বড় সিরিজে দেখাতে চান শান্ত

প্রকাশ: ২৯ মার্চ ২২ । ২২:৩৯ | আপডেট: ২৯ মার্চ ২২ । ২২:৩৯

ক্রীড়া প্রতিবেদক

ছবি: ফাইল

দক্ষিণ আফ্রিকার মাটিতে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস টেস্ট খেলেছেন। আগেও প্রোটিয়া সফরের অভিজ্ঞতা আছে তাসকিন আহমেদের। শরিফুল-মাহমুদুল জয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন প্রোটিয়াদের ডেরায়। ২০১৭ সালের সেই সিরিজে নাজমুল শান্ত ছিলেন না। তবে তারও দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা আছে।

নাজমুল শান্ত যুবা দলের হয়ে সাত বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন। প্রোটিয়াদের টেস্ট দলে থাকা লুথো সিপামলা, ভিয়ান মালদারদের সঙ্গে খেলেছেন। ছোট কালের সেই অভিজ্ঞতা বড় এই টেস্ট সিরিজে কাজে লাগাতে চান বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার।

প্রথম টেস্ট নিয়ে শান্ত বলেন, ‘ছয়-সাত বছর আগে এখানে এসেছিলাম। তখন ভালো কিছু স্মৃতি ছিল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অধিকাংশ ম্যাচই জিতেছিলাম। তখন অনেক কিছু শিখেছি। ওই দলে ভিয়ান মালডার, লুথো সিপামলা ছিল। ওদের সঙ্গে আবার খেলার সুযোগ। আশা করছি, ম্যাচ দুটি ভালো যাবে।'

নাজমুল শান্তকে তিন ফরম্যাটে নিয়মিত করার পরিকল্পনা বিসিবি’র। শুরুতে তিন ফরম্যাটে ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে বোর্ড। আপাতত তিনি টেস্ট ক্রিকেটার। শ্রীলংকা, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডে ভালো সময় পার করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জিং কন্ডিশনে টপ অর্ডারে ভালো করার চ্যালেঞ্জ নিতে হবে তার।

ব্যাটের পাশাপাশি বল হাতেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি, ‘বোলিংয়ে আগে খুব সিরিয়াস ছিলাম না। ছয়-সাত মাস বোলিং নিয়ে কাজ করছি। টেস্টে আমি ৫-১০ ওভার বোলিং করতে পারলে দলের জন্য  ভালো হয়। সেই চিন্তা নিয়ে এগোচ্ছি, গুরুত্বের সঙ্গে অনুশীলন করছি।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com