
নারী নির্যাতন মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ: ২৯ মার্চ ২২ । ২২:৫৩ | আপডেট: ২৯ মার্চ ২২ । ২২:৫৯
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রতীকী ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রোস্তম আলীর (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার সাতারপাড়া গ্রামের একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ির পাশের একটি আম গাছে রোস্তম আলীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে লোকলজ্জার ভয়ে রোস্তম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও গাছে ঝুলন্ত রোস্তমের পা মাটিতে লেগে ছিল। যা দেখে এলাকাবাসীর মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, রোস্তমের বিরুদ্ধে গত ২৭ মার্চ নির্যাতনের শিকার এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার একদিন পর তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com