অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশ: ০১ এপ্রিল ২২ । ২১:৩৭ | আপডেট: ০১ এপ্রিল ২২ । ২১:৩৭

সমকাল প্রতিবেদক

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজি এর স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২০২২ সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে নাচ, গান, আবৃত্তি, নাটক ও কৌতুকসহ মনোজ্ঞ পরিবেশনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ মানুষ হওয়ার আহবান জানিয়ে উপমন্ত্রী বলেন, ‘তোমারা নিজেদেরকে কর্মসংস্থানের উপযোগী ব্যক্তি হিসেবে নিজেকে গড় তোলো। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য জয়, পাশাপাশি ইন্ড্রাস্ট্রি উপযোগী একজন দক্ষ জনবল হিসেবে নিজেকে তৈরি করতে হবে।’

মনোজ্ঞ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, মো. জোনায়েত আহমেদ ও তানভির ইসলাম পাটওয়ারী।

চেয়ারম্যান লিয়াকত সিকদার বলেন, ‘তোমরা একটি সঠিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিয়েছো। এই বিশ্ববিদ্যালয় তোমাদের নৈতিকতা ও বুদ্ধিবৃত্তিক গঠনে উচ্চ শিক্ষা প্রদান করবে। তোমাদের প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক জ্ঞানার্জনে সাহায্য করাই হচ্ছে এই ইউনিভার্সিটির দর্শন।’ প্রফেসর ড. এম শাহীন খান বলেন, ‘আন্তর্জাতিক মানের গ্রাজুয়েট তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়। আমাদের প্রায় ৪০ হাজার এলামনাই দেশ-বিদেশে যোগ্যতার সাথে কাজ করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান এবং পরিচালক ওমর ফারুখ।

উৎসবমূখর এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, এডভাইজর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, আইএমসি এডভাইজর, বিভাগীয় প্রধান, কো-অডির্নেটের, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com