
ইউক্রেনের দুই-তৃতীয়াংশ শিশু বাড়িঘর ছেড়ে পালিয়েছে: ইউনিসেফ
প্রকাশ: ১২ এপ্রিল ২২ । ১২:২৬ | আপডেট: ১২ এপ্রিল ২২ । ১৪:১৭
অনলাইন ডেস্ক

জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ সোমবার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ছয় সপ্তাহে দেশটির দুই-তৃতীয়াংশ শিশু তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
জাতিসংঘ ১৪২ শিশুর মৃত্যুর বিষয়টিও যাচাই করেছে। যদিও তারা সতর্ক করে বলছে এই সংখ্যা আরও বেশি হবে।
ইউনিসেফের জরুরি প্রোগ্রাম ডিরেক্টর ম্যানুয়েল ফন্টেইন সম্প্রতি ইউক্রেন থেকে ঘুরে এসেছেন। তিনি বলছেন, ইউক্রেনের ৭৫ লাখ শিশুর মধ্যে ৪৮ লাখ শিশুকে এত অল্প সময়ের মধ্যে বাস্তুচ্যুত করা হয়েছে, যা তিনি ৩১ বছরের মানবিক কাজে দেখতে পাননি।
তিনি আরও বলেন, প্রায় ৩০ লাখ শিশু তাদের বাড়িতে রয়েছে। কিন্তু তার প্রায় অর্ধেক শিশু খাবার না পাওয়ার ঝুঁকিতে রয়েছে।
মারিওপোল ও খারসনের মতো যেসব শহরে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য ও ওষুধ সরবরাহ বিঘ্নিত হচ্ছে, সেসব শহরের পরিস্থিতি সম্ভবত সবচেয়ে খারাপ বলেও সতর্ক করেছেন তিনি।
জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত দাবি করেছেন, রাশিয়া ইউক্রেইন থেকে ১ লাখ ২১ হাজারের বেশি শিশু নিয়ে গেছে এবং দত্তক নেওয়ার প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করতে একটি বিলের খসড়া তৈরি করেছে বলে তারা খবর পেয়েছেন।
এই ধরনের দাবির সপক্ষে এখন পর্যন্ত ‘কোনো প্রমাণ’ পাওয়া না গেলেও ইউনিসেফ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ফন্টেইন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com