লস অ্যাঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত

প্রকাশ: ১২ এপ্রিল ২২ । ১২:৩১ | আপডেট: ১২ এপ্রিল ২২ । ১৫:১৬

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ঘটনাস্থল

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

লস অ্যাঞ্জেলস কাউন্ট্রি শেরিফ বিভাগের এক সতর্ক বার্তায় বলা হয়, ব্লাকলে অ্যাভিনিউয়ের ১২২০০ নম্বর ব্লকে ওইদিন স্থানীয় সময় সোয়া ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ নিহত হন।

কাউন্ট্রি শেরিফ বিভাগ আরও জানায়, হামলায় আহত চারজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের শারীরিক অবস্থা জানা যায়নি।

এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি বলেও জানিয়েছে কাউন্ট্রি শেরিফ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com