মারিওপোলে লাখো মানুষ নিহত হয়েছে: ইউক্রেন

প্রকাশ: ১২ এপ্রিল ২২ । ১৩:২১ | আপডেট: ১২ এপ্রিল ২২ । ১৩:২১

অনলাইন ডেস্ক

মারিওপোলে রাশিয়ার হামলায় লাখো মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ওই অঞ্চলে রুশ সেনারা বন্দিদের নির্যাতন ও মৃত্যুদণ্ড দিচ্ছে, এমন অভিযোগ করেছেন দেশটির ন্যায়পাল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা মারিওপোলে ব্যাপক ধ্বংসের বিষয়টি নিশ্চিত করতে পারলেও শহরটিতে কতজন নিহত হয়েছে তার হিসাব তারা যাচাই করতে পারেনি।

সোমবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে বিস্তারিত না জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 'মারিউপোল ধ্বংস হয়ে গেছে, সেখানে লাখো মানুষের মৃত্যু হয়েছে, তারপরও রুশরা তাদের আক্রমণ বন্ধ করেনি।'

তার দাবি করা এ সংখ্যা যদি নিশ্চিত হয়, তাহলে এ পর্যন্ত এটিই হবে ইউক্রেনের একটি স্থানে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা। 

রাশিয়ার স্বীকৃতি পাওয়া স্বঘোষিত দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের প্রধান দেনিস পুশিলিন সোমবার বার্তা সংস্থা আরআইএকে বলেছেন, মারিউপোলে ৫ হাজারের কিছু বেশি মানুষ নিহত হয়েছে আর এ জন্য ইউক্রেনীয় বাহিনীগুলো দায়ী।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com