স্ত্রীর সঙ্গে প্রেমের অভিযোগে বন্ধুকে অ্যাসিড নিক্ষেপ, সেই রিপন গ্রেপ্তার

প্রকাশ: ১২ এপ্রিল ২২ । ১৫:৩৭ | আপডেট: ১২ এপ্রিল ২২ । ১৫:৩৭

ফরিদপুর অফিস

ডিবি পুলিশের সঙ্গে টাকি রিপন

ফরিদপুরে স্ত্রীর সঙ্গে প্রেমের অভিযোগে বন্ধুকে বাসায় ডেকে এনে অ্যাসিড নিক্ষেপ করার ঘটনায় এসিড নিক্ষেপকারী একাধিক মামলার আসামি সাইফুল ইসলাম রিপন ওরফে টাকি রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপন পৌর শহরের গুহলক্ষীপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার রাতে সদর উপজেলার ঈশান গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শামীম হাসান ও গোয়েন্দা পুলিশের একটি দল। 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে রিপন জানায়, স্ত্রীর সঙ্গে প্রেম ও পূর্ব শত্রুতার জেরে রিপন ও তার সহযোগী ৫-৬ জন কৌশলে ডেকে নিয়ে টোকাই রানার মুখে এসিড মারে ও ভোমর দিয়ে দুই চোখে রক্তাক্ত জখম করে। এসিড নিক্ষেপের মামলা ছাড়াও রিপনের বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইন সহ নয়টি মামলা রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই মো. শামীম হাসান জানান, স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে গত ৩ এপ্রিল রাতে শহরের গুহলক্ষীপুর এলাকায় বন্ধু টোকাই রানাকে মোবাইল ফোনে ডেকে আনেন টাকি রিপন। এরপর টোকাই রানার মুখে অ্যাসিড ছুড়ে মারেন ও দুই চোখ রক্তাক্ত জখম করে টাকি রিপন ও তার সহযোগীরা। অ্যাসিডে দগ্ধ রানাকে ওই রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিতসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন রানা। এ ঘটনায় টোকাই রানার মা হাজেরা বেগম বাদী হয়ে গত ৭ এপ্রিল কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।

এসআই শামীম আরও জানান, টোকাই রানা ও টাকি রিপন বন্ধু। দুজনই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগেও দুজনে একসঙ্গে জেলা কারাগারে ছিলেন। রানা আগে জামিন পায়। এ সুযোগে রিপনের স্ত্রীর সঙ্গে রানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিপন জেল থেকে জামিনে এসে স্ত্রীর সঙ্গে বন্ধুর প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পারেন। এর জেরে রানাকে ডেকে এনে মুখে অ্যাসিড ছুড়ে মারে সে।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এ জলিল বলেন, একাধিক মামলার আসামি টাকি রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে হয়েছে। এছাড়া রিপনের সহযোগিদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com