‘স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’

প্রকাশ: ১২ এপ্রিল ২২ । ১৫:৫৩ | আপডেট: ১২ এপ্রিল ২২ । ১৫:৫৩

অনলাইন ডেস্ক

‘বাংলাদেশবিরোধী শক্তি দেশে-বিদেশে বসে মিথ্যা-বানোয়াট-কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বিদেশে উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা করছে। তাই দেশের স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’ ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন। ধানমন্ডির একটি রেস্টুরেন্টের হল রুমে সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল। সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রফেসর এইচ এম শামসুদ্দীন। 

সভায় মহানগর সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হাসান রুবেল ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের বিগত দিনের কর্মকাণ্ড, করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষে টেলিমেডিসিন সেবা, অক্সিজেন সরবারহ, টিকা গ্রহণে রেজিস্ট্রেশনে সাধারণ মানুষকে সাহায্য করাসহ নানা উদ্যোগের কথা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। 

তিনি বলেন, সংগঠনের করোনা টুলস অ্যাপটি জাতীয় পর্যায়ে অষ্টম স্থান অধিকার করেছে। সংগঠনের চিকিৎসকরা সারা দেশের মানুষকে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিয়েছেন।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিষদের অসুস্থ নেতাকর্মীসহ সকলের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খোকন।

সভায় যে সকল নেতা তাদের নিজ নিজ সাংগঠনিক ও ব্যক্তি পরিচয় উপস্থাপন করেন তারা হলেন, সহ-সভাপতি  প্রফেসর ডা. বেলায়েত হোসেন খাঁন, এম মনসুর আলী, প্রফেসর ড. সামছুদ্দিন ইলিয়াস, ড. এ কে এম নূরুজ্জামান, মো. আমিনুল বাহার, লায়ন হামিদুল আলম সখা, মো. হারুন উর রশিদ, হাজী মো. দেলোয়ার হোসেন, প্রবীর কুমার সরকার, বিনয় ভূষন তালুকদার, সালাউদ্দিন সিদ্দিক, প্রকৌশলী খান মোহাম্মাদ কায়ছার, সালাউদ্দিন আল আজাদ, মো. আওরঙ্গজেব, কে এম সিদ্দিকুজ্জামান, ড. মোল্লা মোহাম্মদ কফিল উদ্দিন, সঞ্জিব কুমার রায়।  যুগ্ম-সাধারণ সম্পাদক এস. এম. ওয়াহিদুজ্জামান (মিন্টু), নির্মল বিশ্বাস, লায়ন শোয়েব উদ্দিন সোহেল, শরিফ উদ্দিন ভূঁইয়া, আফসা আহমেদ সানু, ফেরদৌস বিপ্লব ও হারুন আর রশিদ।  

সাংগঠনিক সম্পাদক নাঈম ফেরদৌস পলাস, লায়ন মোহাম্মদ আহসান উল্লাহ, মোহাম্মদ মাজহারুল ইসলাম, প্রকৌশলী মো. আসিফ আবেদীন, আবদুল্লাহ আল আমিন রঞ্জন, মো. আজিবুর রহমান রাজিব, প্রকৌশলী মো. জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন মশিউর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম খান, দফতর সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান রাসেল, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, যুব ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান মিন্টু,  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম খান (ইমন),  আইন বিষয়ক সম্পাদক নীতিশ সরকার, গণমাধ্যম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সাফি, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সাহিত্য বিষয়ক সম্পাদক রাজিব কিষান, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মাহুবুর রহমান চৌধুরী, চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক  মো. নুরুল আনোয়ার ফারুকী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ নূর ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আওয়াল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো. লিয়ার হোসেন, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাশেদ শোভন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ান রাহার প্রামানিক, উপ-দফতর সম্পাদক শেখ ইমরান হোসেন, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. ফারুক শাহ,  উপচিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস রনি, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার দত্ত ও শরণ বড়ুয়া এবং মহানগরের বিভিন্ন থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com