
গ্রেনেড উদ্ধার মামলায় জঙ্গির সাড়ে পাঁচ বছর কারাদণ্ড
প্রকাশ: ১২ এপ্রিল ২২ । ১৬:০৪ | আপডেট: ১২ এপ্রিল ২২ । ১৬:০৭
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ১০টি তাজা গ্রেনেড উদ্ধার মামলায় সন্ত্রাসবিরোধী আইনে জঙ্গি মো. রাকিবুল হাসানকে পাঁচ বছর ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় দেন। দণ্ডিত আসামি রাকিবুল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার কোদালা কাটা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। তার ছদ্মনাম সালাহ উদ্দিন আয়ুবী, আবু তাছিব আল বাঙালী ও হাসান।
সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাশ বলেন, সদরঘাটের একটি বাড়ি থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলার একটি ধারায় আদালত পাঁচ বছর, অন্য আরেকটি ধারায় ছয় মাস কারাদণ্ড দিয়েছেন আসামি রাকিবুল হাসানকে।
২০১৮ সালের ১ জানুয়ারি রাতে নগরের সদরঘাট থানার শুভপুর বাসস্ট্যান্ড এলাকার একটি ভবনের পঞ্চম তলা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাসায় তল্লাশি করে ১০টি তাজা গ্রেনেড, দুটি সুইসাইড ভেস্ট, দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
এছাড়া দুটি হাতে আঁকা মানচিত্র পাওয়া যায়। এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা করেন তৎকালীন নগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য পুলিশ পরিদর্শক রাজেস বড়ুয়া।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com