
১০ দিন কথা বলতে পারেননি শুভ, বসেছিলেন ধ্যানে
প্রকাশ: ১২ এপ্রিল ২২ । ১৬:১৪ | আপডেট: ১২ এপ্রিল ২২ । ১৬:১৪
বিনোদন প্রতিবেদক

নেপালের রাজধানী থেকে কিছুটা দূরে ১০ দিনের বিপাসনা মেডিটেশনে (ধ্যানে) ছিলেন আরিফিন শুভ। এটি ভারতের সবচেয়ে প্রাচীন ধ্যান-কৌশলগুলোর একটি। ভারতে আড়াই হাজার বছরেরও বেশি সময় আগে দীর্ঘায়ু লাভের পন্থা হিসেবে এই ধ্যানের আবির্ভাব।
এ প্রসঙ্গে আরিফিন শুভ লাইভে জানান, গত প্রায় দেড় বা পৌনে দুই বছর ধরে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ নিয়ে গভীর মনোনিবেশে শারীরিক ও মানসিকভাবে অস্থির ছিলাম। তারপর আপনারা জানেন আমার মায়ের একটা সার্জারি নিয়ে…। আমিসবকিছু থেকে একটু বের হতে চেয়েছিলাম। বিপাসনা মেডিটেশনের ব্যাপারে ছয়-সাত বছর ধরে জানি, কিন্তু হয়ে উঠেনি। এটা ১০ দিনের একটা রেসিডেন্সিয়াল কোর্স…।
যেখানে সেন্টার আছে সেখানে আবেদন করে ১০ দিন থাকতে হয়। মজার ব্যাপার হলো এখানে কিছু নিয়মকানুন আছে; ১০ দিন আপনি কারও সাথে কথা বলতে পারবেন না, এমনকি ইশারাতেও কথা বলতে পারবেন না, শুধু যাঁরা শিক্ষক থাকবেন তাঁদের সঙ্গে কথা বলতে পারবেন। ব্যাপারটি বেশ কঠিন…।”
ওই লাইভে শুভ নেপালের সেই বিপাসনা মেডিটেশন সেন্টার ভক্তদের ঘুরে দেখান এবং জানান, তিনি কোর্স শেষ করেছেন আজ (১২ এপ্রিল)। নেপালে আরও দুদিন অবস্থান করবেন তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com