ফুল ভাসাতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: ১২ এপ্রিল ২২ । ১৯:০৪ | আপডেট: ১২ এপ্রিল ২২ । ১৯:০৪

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে বৈসাবি উৎসবে বিজুর ফুল ভাসাতে গিয়ে পানিতে ডুবে অভিদান চাকমা (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে খাগড়াছড়ির পৌর শহরের উত্তর খবংপুড়িয়া বিনোদ বিহারী চাকমার ছেলে। শিশুটির মৃত্যুতে পরিবারে বৈসাবি উৎসবের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৭ টায় অভিদান চাকমা বন্ধুদের সঙ্গে চেঙ্গী নদীতে ফুল ভাসাতে পানিতে নামে। মানুষের ভিড়ে সে ডুবে গেলেও কেউ টের পায়নি। একপর্যায়ে প্রচুর লোকজনের হুড়াহুড়িতে একজনের পায়ে লাগলে তাকে পানির নিচ থেকে ওপরে তোলা হয়।

পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ নিশ্চিত করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com