
সড়ক দুর্ঘটনায় নিহত
প্রধানমন্ত্রীর অনুদান পেল ছয় সহোদরের পরিবার
প্রকাশ: ১২ এপ্রিল ২২ । ২২:১৩ | আপডেট: ১২ এপ্রিল ২২ । ২২:১৩
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছয় সহোদরের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিহত অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল, স্মরণ সুশীল ও রক্তিম সুশীলের পরিবারকে ৩৫ লাখ টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা হাসিনাপাড়ায় নিহতদের বাড়ির উঠানে অনুদানের চেক হস্তান্তর করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম।
উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামী লীগ নেতা মোক্তার আহমদ চৌধুরী, চকরিয়া সার্কেল (এএসপি) তফিকুল ইসলাম, ইউএনও জেপি দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামান, ওসি চন্দ্রন কুমার চক্রবর্তী প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com