
পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরে সৌদি যাবেন
প্রকাশ: ১২ এপ্রিল ২২ । ২২:৫৭ | আপডেট: ১২ এপ্রিল ২২ । ২২:৫৭
অনলাইন ডেস্ক

ছবি: দি এক্সপ্রেস ট্রিবিউন
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবে যাবেন। এরপর তিনি চীন যাবেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) এক নেতা পাকিস্তানের সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউনকে এই তথ্য জানান।
ঐতিহ্যগতভাবে কৌশলগত সম্পর্কের কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রীদের প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরব এবং চীন যেতে দেখা যায়।
সূত্রের বরাতে দি এক্সপ্রেস ট্রিবিউন জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সৌদি সফরের সময় উমরাহ হজ পালন করবেন এবং সৌদির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
অতীতে পাকিস্তান সরকারের অর্থনৈতিক সংকটে সৌদি আরব দেশটিকে আর্থিক সহায়তা দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারকে ছয় বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে রিয়াদ।
তবে শাহবাজ সৌদির কাছে কোনো আর্থিক সহায়তা চাইবেন কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। কারণ কিছুদিন আগেই সৌদি তিন বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে পাকিস্তানকে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com