জোড়া লাগানো জমজ শিশুর জন্ম, আর্থিক সহায়তা চাইলেন বাবা

প্রকাশ: ১৩ এপ্রিল ২২ । ০০:৩৬ | আপডেট: ১৩ এপ্রিল ২২ । ০০:৩৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়েছে। 

লালমোহন পৌরসভার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে  মঙ্গলবার রাতে জোড়া লাগানো শিশু দুটির জন্ম হয়।

লালমোহন সদর  ইউনিয়নের উত্তর ফুলবাগিচা ৮ নম্বর ওয়ার্ডের  মিতু ও বেল্লাল হোসেন দম্পতির জোড়া লাগানো শিশুর জন্ম হয়।

জানা যায়, বর্তমানে মা ও যমজ শিশু দুটি সুস্থ আছে। 

শিশু দুটিকে রাতেই শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (সেবাচিম) হাসপাতালে  উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। 

বাবা বেল্লাল হোসেন শিশু দুটিকে বাচাঁতে হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।  

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com