ইমরানের বিপক্ষে ভোট দিতে চাওয়া সাংসদের সঙ্গে পিটিআই কর্মীর ঘুষাঘুষি

প্রকাশ: ১৩ এপ্রিল ২২ । ১৪:০৬ | আপডেট: ১৩ এপ্রিল ২২ । ১৫:৪৯

অনলাইন ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) এক কর্মীর সঙ্গে দলটির ভিন্নমতাবলম্বী পার্লামেন্ট সদস্যের ঘুষাঘুষির ঘটনা ঘটেছে। ওই আইনপ্রণেতার নাম নুর আলম খান। তিনি পেশোয়ার থেকে পিটিআইয়ের মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন।  

মঙ্গলবার একটি প্রাইভেট হোটেলে এই ঘটনা ঘটে। ঘটনার সময় ওই হোটেলে নুর আলম পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা নাদিম আফজাল চান, সিনেটর নওয়াজ খোখার এবং ফয়সাল করিম কুন্ডির সঙ্গে ইফতার করছিলেন। খবর জিওটিভির

প্রত্যক্ষদর্শীরা জানায়, পিটিআই ওই কর্মী পশতু ভাষায় নুর আলমকে খিস্তি-খেউর করছিলেন। এ সময় তিনি ‘পারিবারিক অনুষ্ঠানের’ কথা বলে ওই কর্মীকে ঝামেলা না করতে অনুরোধ করেন। তাতেও কাজ হয়নি, পিটিআই কর্মী ক্রমাগতভাবে গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে নুর আলম ধৈর্য হারিয়ে ফেলেন এবং ওই কর্মীকে ঘুষি দিয়ে বসেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পিপিপি নেতা খোখার এবং কুন্ডিও পিটিআই কর্মীকে মারধর করেন। 

পাকিস্তানের পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে যে ২০ পিটিআই আইনপ্রণেতা দলের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নুর আলম তাদের একজন। যদিও পরবর্তীতে পিটিআইয়ের ওই আইনপ্রণেতাদের ভোটের দরকার হয়নি বিরোধী জোটের। কারণ মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান বিরোধীদের সঙ্গে যোগ দিলেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান ইমরান এবং অনাস্থা ভোটে হেরে যান। 

প্রসঙ্গত, নুর আলম ২০১৮ সালে পিটিআইয়ে যোগ দেন এবং নির্বাচন করে জিতে জাতীয় পরিষদের সদস্য হন। এর আগে তিনি পিপিপি দলের সদস্য ছিলেন। 



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com