হাসপাতালে ভর্তি শায়রুল কবির খান

প্রকাশ: ১৩ এপ্রিল ২২ । ১৪:১৪ | আপডেট: ১৩ এপ্রিল ২২ । ১৪:১৪

সমকাল প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। রাজধানীর গুলশানের সিকদার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সেখানে তার সিটিস্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। 

আজ বুধবার দুপুরে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন শায়রুল কবির খান নিজেই। 

শায়রুল কবির খান জানান, মঙ্গলবার ঢাকার বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার কর্মসূচির পর হোটেল ওয়েস্টিনে অসুস্থ বোধ করেন তিনি। সকলের কাছে দোয়া চেয়েছেন শায়রুল কবির।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com