সিরাজগঞ্জ ম্যাটস

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ফেল করানোর হুমকি

প্রকাশ: ১৩ এপ্রিল ২২ । ২১:৫৩ | আপডেট: ১৪ এপ্রিল ২২ । ০২:০১

সিরাজগঞ্জ প্রতিনিধি

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) এক শিক্ষক সংশ্লিষ্ট ছাত্রীকে মৌখিক পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও অন্য শিক্ষকদের জানিয়েও প্রতিকার না পেয়ে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী ও তার অভিভাবক। অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, সিভিল সার্জন, স্বাচিপ-বিএমএ নেতাদেরও দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বিভাগের মৌখিক পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে ছাত্রীদের প্রলুব্ধ করতেন হোস্টেল সুপারভাইজারের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার কাম শিক্ষক ডা. কাজী রফিকুল আলম। তার অনৈতিক প্রস্তাবে রাজি না হলে ছাত্রীদের বিভিন্ন কায়দায় যৌন হয়রানি ও সামাজিকভাবে হেয় করতেন। এসব ঘটনার প্রতিকার না পেয়ে অনেকেই প্রতিষ্ঠান ছেড়েও চলে গেছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ একজন নারী হয়েও বদমেজাজি ওই শিক্ষকের ভয়ে প্রশাসনিক পদক্ষেপ নিতে সাহস পান না বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি ওই শিক্ষকের যৌন হয়রানির মুখে পড়েছেন টাঙ্গাইলের এক ছাত্রী। এ বিষয়ে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, 'ওই শিক্ষকের যৌন হয়রানির বিষয়ে আমরা কয়েকজন অধ্যক্ষ বরাবর অভিযোগ দিই। তবে অধ্যক্ষসহ শিক্ষকরা অভিযোগ আমলে নেননি। প্রতিকার না পেয়ে আমি স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি।'

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. আকিকুন নাহার বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।'

সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, 'লিখিত অভিযোগ পাওয়ার পর আমরাও বিষয়টি তদন্ত করে দেখছি।'

এদিকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে ডা. কাজী রফিকুল আলম বলেন, 'আমার সম্মান ক্ষুণ্ণ করতে বিভিন্ন দপ্তরে মিথ্যা লিখিত অভিযোগ দিয়েছে তারা। এ ঘটনার বিরুদ্ধে অন্য শিক্ষার্থীরা পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলে আমি জেনেছি।'

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, 'সিরাজগঞ্জ ম্যাটসের শিক্ষকের যৌন হয়রানির অভিযোগটি অতিরিক্ত মহাপরিচালককে (প্রশাসন) হস্তান্তর করা হয়েছে।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com