
মার্কিন প্রতিবেদনে গুম-খুনের তথ্য সঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ১৩ এপ্রিল ২২ । ২৩:০৭ | আপডেট: ১৪ এপ্রিল ২২ । ০২:০২
সমকাল প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল - ফাইল
মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিবেদনে ২০২১ সালে বাংলাদেশে গুম-খুন এবং রাজনৈতিক হয়রানির যে তথ্য উঠে এসেছে, তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ওই বছরে যে পরিমাণ গুম-খুনের কথা প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারের রেকর্ডে সেই সংখ্যক নেই। প্রতিবেদনে তথ্যবিভ্রাট রয়েছে। বিএনপি আমলের ঘটনা হয়তো প্রতিবেদনে এসেছে। পেছনের কথা হয়তো তারা এ প্রতিবেদনে সংযুক্ত করেছে। তবে এ সম্পর্কে তার জানা নেই।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ শাসনের দায়িত্ব নিয়েছেন, তখন থেকেই নিরাপত্তা বাহিনী কোনো অন্যায় করলে বিচারের মুখোমুখি হতে হয়। গুমের কথা যেগুলো বলা হয়েছে, এগুলো প্রায় সবই অনুসন্ধান করে দেখা হয়েছে, এ ক্ষেত্রে ব্যবসায়িক লোকসানের কারণে আত্মগোপন করেছিলেন, এমন ঘটনাও পাওয়া গেছে। কাজেই যে প্রতিবেদনটি এসেছে, সেখানে তথ্যবিভ্রাট হয়েছে এবং তথ্যে গরমিল রয়েছে।
মন্ত্রী বলেন, বিচার বিভাগ ব্যবহার করে রাজনৈতিক হয়রানি করা সম্ভব নয়। কারণ বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ থেকে যখন যে নির্দেশনা দেওয়া হচ্ছে, সেটি সব জায়গায় পালন হচ্ছে। সুতরাং হয়রানি হবে কীভাবে?
এদিকে, করোনা সংক্রমণের কথা বিবেচনায় রেখেই দেশে বাংলা নববর্ষের সব অনুষ্ঠান সীমিত করতে হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার কথা মাথায় রেখেই দুপুর ২টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com