সেনা কর্মকর্তা পরিচয়ে প্রেম বিয়ের চাপ দিয়ে ধরা

প্রকাশ: ১৩ এপ্রিল ২২ । ২৩:৩৪ | আপডেট: ১৩ এপ্রিল ২২ । ২৩:৩৪

সমকাল প্রতিবেদক

গ্রেপ্তার ইয়াসিন আরাফাত তুষার - সমকাল

নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন ইয়াসিন আরাফাত তুষার। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করেন। এর মধ্যে তুষারকে নিয়ে সন্দেহ হলে মেয়ের পরিবার খোঁজ নিয়ে জানতে পারে, তার বক্তব্য পুরোপুরি মিথ্যা। তার পরও বিয়ের জন্য হুমকি-ধমকি দেওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। এরপর এক সহযোগীসহ তুষারকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

গ্রেপ্তার অন্যজন হলেন আল আমিন ওরফে হিরা। মঙ্গলবার রাতে রাজধানীর শাহ আলী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট, সামরিক বাহিনীর ইউনিফর্ম, এক জোড়া বুট, দুই সেট র‌্যাঙ্ক ব্যাজ, দুটি পাসপোর্ট, দুটি চেক বই, ভিজিটিং কার্ড ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-৪-এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, এক নারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে র‌্যাব। পরে প্রতারণায় জড়িত দু'জনকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তুষারের। তিনি নিজেকে মেজর হিসেবে পরিচয় দেন। এরপর তিনি বিভিন্ন সময় সেনাবাহিনীর পোশাক পরা ছবি ভুক্তভোগীর মেসেঞ্জারে পাঠিয়ে আস্থা অর্জনের চেষ্টা চালান। এ ছাড়াও ভিজিটিং কার্ড, ওয়াকিটকি সেটসহ সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণের সনদ দেখান। সেই সঙ্গে সেনাবাহিনীর পোশাক পরা কমান্ডোসহ বিভিন্ন র‌্যাঙ্ক ব্যাজ, মনোগ্রাম দেখিয়ে প্রতারণা করেন। একপর্যায়ে জানান, তিনি মিশনে আফ্রিকায় আছেন এবং কয়েক দিন পর বাংলাদেশে ফিরবেন। শেষে দেশে আসার নাটক করে ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন। মিশনের উদ্দেশ্যে আবার আফ্রিকা যাবেন জানিয়ে বিয়ের জন্য চাপ দেন। এ সময় তিনি হিরা নামে এক বন্ধুকে ক্যাপ্টেন ও খালাতো ভাই এবং সহযোগী হৃদয় খানকে ক্যাপ্টেন ও জুনিয়র সহকর্মী বলে পরিচয় দেন।

র‌্যাব জানায়, বিয়ের জন্য চাপ দিতে থাকলে ভুক্তভোগীর পরিবার খোঁজ নিয়ে জানতে পারে, তুষার সেনাবাহিনীর সঙ্গে জড়িত নন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com