
কানাডার ক্যালগেরিতে বৈশাখী মেলা
প্রকাশ: ১৬ এপ্রিল ২২ । ১০:৩০ | আপডেট: ১৬ এপ্রিল ২২ । ১০:৩২
কানাডা প্রতিনিধি

কানাডার ক্যালগেরিতে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। সিলভার স্প্রিংস কমিউনিটি অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই মেলার আয়োজন করে ক্যালগেরি বঙ্গীয় পরিষদ।
দিনব্যাপী এই মেলায় আবহমান বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবারের আয়োজন করা হয়। কোমলমতি শিশু-কিশোর ও প্রবাসী বাঙালিরা নানা রঙে সেজে স্বাগত জানায় নতুন বছরকে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হয়।
দীর্ঘ দুই বছর করোনা পরিস্থিতিতে নববর্ষ পালন হয়নি। এবার এই বৈশাখী মেলা পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।
বঙ্গীয় পরিষদের সভাপতি জয়দীপ স্যানাল বলেন, নববর্ষের আনন্দ সবার মাঝে উৎসারিত হোক। সবার মঙ্গল হোক, এটাই আমাদের প্রত্যাশা।
কমিউনিটি ব্যক্তিত্ব কিরণ বণিক শংকর বলেন, বৈশাখ আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। হাজার বছরের এই সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের আয়োজন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com