ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

প্রকাশ: ১৭ এপ্রিল ২২ । ১৬:০০ | আপডেট: ১৭ এপ্রিল ২২ । ১৬:০১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের বিজয় নগর এলাকায় নিখোঁজের একদিন পর রিমন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলার বিজয়নগর এলাকার একটি ধানক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত রিমন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের নয়া নগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানন, নোয়াগাঁও ইউনিয়নের নয়া নগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রিমন শনিবার রাত থেকে নিখোঁজ হয়। পরে রোববার দুপুরের দিকে এলাকাবাসী ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে- শিশুটি হত্যাকাণ্ডের শিকার। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ বা মামলা হয়নি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com