প্রথম সারির দল নিয়ে ঈদের ব্যান্ড শো

প্রকাশ: ২২ এপ্রিল ২২ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

সোলস

ঈদ সামনে রেখে বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠান। এ তালিকায় রয়েছে প্রথম সারির দল নিয়ে 'ব্যান্ড শো'। সোলস, রেনেসাঁ, অবসকিওর', ডিফারেন্ট টাচ ও ফেরদৌস ওয়াহিদ অ্যান্ড গ্রুপ পরিবেশন করবে দুটি করে গান। এ অনুষ্ঠানে রেনেসাঁর নকীব খান গাইবেন ব্যান্ডের চতুর্থ অ্যালবামের 'তুমি কি আজ বন্ধু যাবে আমারি সাথে' আর ইমরান রহমান গাইবেন 'কত যে পথ ঘুরে' গান দুটি।

ফেরদৌস ওয়াহিদের পরিবেশনায় থাকছে তার কালজয়ী গান 'আগে যদি জানিতাম'। এর পাশাপাশি তার আরও দুটি জনপ্রিয় গান 'এমন একটা মা দে না' ও 'মামুনিয়া' নিয়ে তৈরি করা একটি মেডলিও থাকছে ঈদ ব্যান্ড শোতে। অন্যদিকে সোলসের নাসিম আলী গাইবেন ব্যান্ডের 'জ্যাম' অ্যালবামের 'কেউ তো জানলো না' গানটি।

পাশাপাশি রয়েছে সোলসের পার্থ বড়ূয়ার পরিবেশনায় ব্যান্ডের নতুন একটি গান। অবসকিওরের সাঈদ হাসান টিপুর পরিবেশনায় থাকছে 'মাঝ রাতে চাঁদ', 'অপেক্ষায় থেকো' গান দুটি। এ ছাড়া ডিফারেন্ট টাচ ব্যান্ডের পরিবেশনায় থাকছে তাদের দুটি জনপ্রিয় গান।

অনুষ্ঠান প্রসঙ্গে রেনেসাঁর দলপ্রধান নকীব খান বলেন, 'করোনা মহামারির কারণে গানবাজনা একেবারে থমকে ছিল। প্রাদুর্ভাব কমায় আবারও আমরা মিলিত হবো প্রাণের উৎসবে। পুরোনো কিছু ব্যান্ড দল দিয়ে সাজানো হয়েছে ঈদের ব্যান্ড শো। আশা করছি বিটিভির আয়োজনটি শ্রোতাদের ভালো লাগবে।'

ফেরদৌস ওয়াহিদ বলেন, 'বিটিভির ব্যান্ডসংগীত মানে অন্যরকম আয়োজন। এ আয়োজনে থাকব ভেবে ভালো লাগছে। বেশ বিরতির পর কোনো আয়োজনে ব্যান্ড দল নিয়ে হাজির হচ্ছি।'

আগামীকাল বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠানটি ধারণ করা হবে বলে জানিয়েছেন অনুষ্ঠান প্রযোজক মাহবুবা ফেরদৌস।

তিনি বলেন, 'বিটিভির ব্যান্ড শো' নিয়ে দর্শকের প্রত্যাশা সবসময় বেশি। যে জন্য এক অনুষ্ঠানে দেশের প্রথম সারির দল নিয়ে ঈদের 'ব্যান্ড শো' সাজিয়েছি। এতে পাঁচটি ব্যান্ড দল তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবে। আশা করছি ঈদের এ আয়োজনটি শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। '

ঈদ ব্যান্ড শো উপস্থাপনা করবেন মমরেজ মাহমুদ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com