
রাশিয়াকে ‘শাস্তি’ দিল অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস
প্রকাশ: ২২ এপ্রিল ২২ । ১১:৫৬ | আপডেট: ২২ এপ্রিল ২২ । ১২:২৬
অনলাইন ডেস্ক

দ্য অরগানিজেশন অব আমেরিকান স্টেটসের কার্যালয়
আঞ্চলিক কূটনীতির জন্য বিশ্বের প্রাচীনতম ফোরাম দ্য অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) রাশিয়ার স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা স্থগিত করেছে। দেশটি ‘তার প্রতিকূল আচরণ বন্ধ না করা পর্যন্ত’ এ সিদ্ধান্ত বহাল থাকবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। ওই অঞ্চলের ৩৫টি স্বাধীন দেশ সংস্থাটির সদস্য। এতে আরও ৭২টি দেশকে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়েছে।
সংস্থাটি মূলত গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে কাজ করে। সংস্থাটি নির্বাচন পর্যবেক্ষণকে গুরুত্ব দেয় বেশি।
পূর্ব ইউক্রেনে হামলা জোরদার ও যুদ্ধাপরাধের অভিযোগের মধ্যে রাশিয়ার পদ স্থগিত করার সিদ্ধান্ত নিল সংস্থাটি।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, রাশিয়ার সরকারের আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আমরা ইউক্রেনের পাশে রয়েছি।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর কিছুদিন পরই মস্কো লক্ষ্য পরিবর্তনের কথা জানায়। এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রুশ সেনারা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com