সেই গিবসনকেই ইংল্যান্ড কোচ করতে চায়

প্রকাশ: ২২ এপ্রিল ২২ । ১২:০২ | আপডেট: ২২ এপ্রিল ২২ । ১২:০২

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

তাসকিনদের কোচ হয়ে থাকার ইচ্ছার কথা বিসিবিতে জানিয়েও কোনো ধরনের সাড়া না পাওয়ায় চলে যেতে হয়েছে বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসনকে। তাকে কিছু সিনিয়রের অপছন্দের কারণে মুখ ফিরিয়ে নিয়েছিল বিসিবি। তাকেই চোখে পড়েছে ইংল্যান্ডের।

ইসিবির নতুন ডিরেক্টর অব ক্রিকেট রব কি চাচ্ছেন ইংল্যান্ডের তিন ফরম্যাটের জন্য তিনজন আলাদা কোচ নিয়োগ করতে। আর সেখানেই ইংল্যান্ডের টেস্ট দলের জন্য তার প্রথম পছন্দ বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওটিস গিবসন।

লন্ডনের দৈনিক ডেইলি মেইলের খবর, ইংল্যান্ড টেস্ট দলের অনেক সদস্য ওটিস গিবসনকে নিজেদের কোচ হওয়ার জন্য বোর্ডের কাছে সুপারিশ করেছেন। অথচ এই কোচকেই বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল ক্রিকেটারদেরই সুপারিশের কারণে!

বর্তমানে তিন বছরের চুক্তিতে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। বছর তিপান্নর গিবসন ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন।

ইংল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন দু'দফায়। কথা ছিল, ২০১৯ বিশ্বকাপের পর ট্রেবর বেলিসের জায়গায় তিনিই হবে প্রধান কোচ। কিন্তু সেটা না হওয়ায় বাংলাদেশে চাকরি নেন গিবসন। ২০০৭ থেকে ২০১০ এবং ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত দু'দফায় ইংলিশদের বোলিং কোচ থাকাকালে স্টুয়ার্ট ব্রড এবং জশ বাটলারদের সঙ্গে দারুণ সম্পর্ক হয়ে যায় গিবসনের।

সেই সঙ্গে বেন স্টোকসও চাচ্ছেন এই ক্যারিবীয়কে। সব ঠিক থাকলে জুনের আগেই হয়তো ইংল্যান্ড দলে চাকরি হয়ে যেতে পারে তার। গিবসনকে টেস্ট দলের প্রধান কোচের দায়িত্বে রেখে ওয়ানডে এবং টি২০ ফরম্যাটের জন্য লঙ্কার দুই সাবেক ক্রিকেটারের হাতে দিতে চাচ্ছে ইসিবি।

কুমারা সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনের সঙ্গে নাকি কথাবার্তাও অনেকটা এগিয়েছে। তবে তারা দু'জনই আইপিএলে কোচিংয়ের দায়িত্বে রয়েছেন। যদি আইপিএলের সময় তাদের ছেড়ে দেওয়া হয় তাহলেই কেবল ইংল্যান্ডের দায়িত্ব নিতে রাজি হবেন তারা। কিন্তু এই ব্যাপারটিতেই কিছুটা আপত্তি রয়েছে ইসিবির। তাই তাদের নিয়োগে কিছুটা অনিশ্চয়তা থেকেই গেছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com