
ইশতিয়াকের ‘সাদা প্রাইভেট’ নিয়ে নাটক, দেখা যাবে ঈদে
প্রকাশ: ২২ এপ্রিল ২২ । ১৪:২৯ | আপডেট: ২২ এপ্রিল ২২ । ১৪:৩৯
বিনোদন প্রতিবেদক

২০১৯ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় জনপ্রিয় লেখক ইশতিয়াক আহমেদের উপন্যাস ‘সাদা প্রাইভেট’। বইটি সে সময় বেশ পাঠকপ্রিয়তা পায়। সেই ‘সাদা প্রাইভেট’ অবলম্বনে এবার নির্মিত হল টেলিফিল্ম। যেটি নির্মাণ করছেন আশিকুর রহমান।
উপন্যাসের গল্পটা এমন, অফিসে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হয়েছেন বজলুর রহমান। নিয়ম অনুযায়ী অফিস থেকে এখন তিনি পাবেন একটি ব্যক্তিগত গাড়ি। কিন্তু গাড়ি পেতে দেরি হতে থাকায় তর সইছে না বজলুল সাহেবের। তাই তিনি গাড়ির পাওয়ার আগেই নিয়োগ দিয়ে দিলেন সেলিম নামের একজন গাড়িচালক।
প্রতিদিন ড্রাইভার নিয়ে অফিসে যাচ্ছেন আর বাড়ি ফিরছেন। কিন্তু গাড়ির দেখা এখনো তিনি পাননি। অদৌ গাড়ি পাবেন কি না, এই সংশয়ের মধ্যে দিয়ে এগুতে থাকে গল্প। ঘটতে থাকে নানা ঘটনা।
টেলিফিল্মে বজলুর রহমানের চরিত্রে থাকছেন তারিক আনাম খান। ড্রাইভার সেলিমের চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক, ফারহানা মিঠু, মৌসুমী হামিদসহ প্রমুখ।
বইয়ের পাতা থেকে গল্পটি পর্দায় আসা নিয়ে লেখক ইশতিয়াক আহমেদ বলেন, একজন লেখক হিসেবে বলতে পারি, বঙ্গ’র এই বব সিরিজের প্রজেক্ট খুবই সম্মানজনক। তারা লেখকে আলাদা করে মূল্যায়ন করে তার বই থেকে নাটক বানানোর প্রজেক্ট করছে। এবং এ বছর সেই প্রজেক্টে আমাকে যুক্ত করেছে সে জন্য এর হেড অব কন্টেন্ট মুশফিক ভাইকে বিশেষভাবে ধন্যবাদ না জানালেই নয়। ধন্যবাদের আরেকটা বড় কারণ, বইটি তিনি নিজে পড়ে যেরকম আগ্রহ দেখিয়েছেন তা একজন লেখকের জন্য বিশেষ পাওয়া।'
এবারের ঈদে টেলিফিল্মটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর ‘বব সিরিজ’-এ। ইতোমধ্যে ঢাকার বেশ কিছু লোকেশনে টেলিফিল্মটির দৃশ্যধারণ হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com