
শিক্ষা সফরে গিয়ে পালিয়ে যান শবনম ফারিয়া
প্রকাশ: ২২ এপ্রিল ২২ । ১৬:২০ | আপডেট: ২২ এপ্রিল ২২ । ১৬:২০
বিনোদন প্রতিবেদক

ভার্সিটি থেকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে সাতজনের একটি দল শিক্ষা সফরে আসে কক্সবাজার। শিক্ষকের নিয়ম-কানুন এতটাই কঠিন যে পুরো সফরটিই কেউ কোন মজা করতে পারছে না। শিক্ষকের চাপিয়ে দেয়া নিয়ম ভাঙলে পরীক্ষার ফলাফলে তাদের নম্বর কমিয়ে দেওয়ার হুমকিও দেয়া হয়। সবাই কিছুটা ভয়েও থাকে। কিন্তু নিয়ম ভাঙে মাহিন। সে অন্যদের জাগ্রত করে তুলবার চেষ্টা চালালেও তেমন সাড়া মেলে না। মাহিন আগে থেকেই ভালোবাসতো সেজুতিকে। সুযোগ বুঝে দল থেকে পালায় তারা।
বেকায়দায় পরে যায় তাদের শিক্ষক। এদিকে সেজুতির বাবা ফোন করে সেজুতি কেমন আছে জানতে চায়। শিক্ষকও তেমন কোন সদুত্তর দিতে পারে না। পুরো দলটিই ওদের খুঁজতে থাকে। মোবাইল সুইচ অফ। সেজুতির বাবাও অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বেশ জটিল অবস্থায় রূপ নেয়। এমন গল্প নিয়েই নিমির্ত হয়েছে নাটক ‘লাভ জার্নি’
আসছে ঈদের নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। এতে জুটি হয়েছে মনোজ প্রামানিক ও শবনম ফারিয়া। আরও অভিনয় করেছেন সাইফ খান, নওশীন মেঘলা, অর্ণব চৌধুরী, ঊর্মিলা তালুকদার, আবিসা জাহান প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com