শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য গুজব: গণশিক্ষা প্রতিমন্ত্রী

২২ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ: ২২ এপ্রিল ২২ । ২০:৪৩ | আপডেট: ২২ এপ্রিল ২২ । ২০:৪৩

সমকাল প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন/ সংগৃহীত পুরোনো ছবি

দেশের ২২ জেলায় প্রথম ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ১৪ জেলার সবকটি উপজেলায় এবং আটটি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা নেওয়া হয়। এ সময় কয়েকটি স্থানে প্রশ্ন ফাঁস হয়েছে বলে নিয়োগপ্রার্থীরা অভিযোগ করেন।

তবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ শুক্রবার রাজধানীর ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শনের পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো প্রশ্ন ফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। যদি কারও কাছে তথ্য থাকে, আমাদেরকে জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেবো। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন। 

আজ বেলা ১১টায় দেশের ২২ জেলায় প্রথম ধাপে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৫ হাজার পদের বিপরীতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সেই হিসাবে প্রতি পদের জন্য লড়ছেন ২৯ প্রার্থী।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com