ভুল করে ভারতীয় এলাকায় ২ কিশোর, ফেরত দিল বিএসএফ

প্রকাশ: ২২ এপ্রিল ২২ । ২২:০৬ | আপডেট: ২২ এপ্রিল ২২ । ২২:০৬

সাতক্ষীরা প্রতিনিধি

প্রতীকী ছবি

সাইকেলে চেপে ভুল করে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছিল সাতক্ষীরার দুই কিশোর। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে জানতে পারে তারা বাংলাদেশে বসবাসকারী দুই বন্ধু। সীমান্তের রাস্তা দিয়ে ভুল করেই ভারতের নটিজঙ্গল এলাকায় ঢুকে পড়েছে তারা। পরে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে তাদের ফেরত দেয় বিএসএফ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়ে আশিকুজ্জামান ও শাহাদাত হোসেন। তাদের আটকের পর বিএসএফের আমুদিয়া ক্যাম্পের সদস্যরা বিজিবির তলুইগাছা ক্যাম্পে খবর দেন। পরে রাত ৮টার দিকে সীমান্তের চারাবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক। এতে বিজিবির কাকডাঙা কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহের ও বিএসএফের ১১২ ব্যাটালিয়নের আমুদিয়া কোম্পানি কমান্ডার এসি নন্দ কুমার আলোচনা করেন। পরে দুই কিশোরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়। ১৪ বছর বয়সী আশিকুজ্জামান ও শাহাদাত দু'জনেই অষ্টম শ্রেণির ছাত্র ও দুই বন্ধু।

সুবেদার আবু তাহের জানান, তারা সাইকেল চালিয়ে ভারতের দেওয়া কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে না বুঝে ভারতীয় এলাকায় ঢুকে পড়ে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com