আইসিসির মহা ব্যবস্থাপক হলেন পাকিস্তানের ওয়াসিম খান

প্রকাশ: ২২ এপ্রিল ২২ । ২২:৪৬ | আপডেট: ২২ এপ্রিল ২২ । ২২:৪৬

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মহা ব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের ওয়াসিম খান। শুক্রবার তার দায়িত্ব পাওয়ার বিষয়টি আইসিসি নিশ্চিত করেছে।

এর আগে আইসিসির মহা ব্যবস্থাপক ছিলেন জিওফ অ্যালারডাইস। ওয়াসিম খান আগামী মাসে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার মহা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেবেন।

এর আগে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পিসিবি'র সঙ্গে তার তিন বছরের চুক্তি থাকলেও রমিজ রাজা পিসিবি'র চেয়ারম্যান হওয়ায় মেয়াদের চার মাস থাকতেই পদত্যাগ করেন।

নতুন দায়িত্ব নিয়ে ওয়াসিম খান বলেন, 'আইসিসির দায়িত্ব পাওয়ায় আমি সম্মানিত। ক্রিকেটকে আরও শক্তিশালী করতে এবং এগিয়ে নিতে কাজে যোগ দিতে মুখিয়ে আছি। বিশেষ করে মেয়েদের ক্রিকেট এগিয়ে নিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।'

বিদায় মহা ব্যবস্থাপক অ্যালারডাইস বলেছেন, 'ওয়াসিমকে স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত। ক্রিকেট সম্পর্কে তার গভীর জানা-বোঝা রয়েছে। তিনি আমাদের অংশীদারদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারবেন এবং ক্রিকেটকে উপকৃত করতে পারবেন বলে মনে করছি।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com