
ছেলের কিল-ঘুষিতে প্রাণ গেল বাবার
প্রকাশ: ২৩ এপ্রিল ২২ । ০০:৫১ | আপডেট: ২৩ এপ্রিল ২২ । ০১:৪২
শেরপুর প্রতিনিধি

প্রতীকী ছবি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ছেলের মারধরের পর এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার বিকেলে উপজেলার গোসাইপুর ইউনিয়নের শংকরঘোষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শংকরঘোষ গ্রামের দিনমজুর বৃদ্ধ সুরুজ আলী (৭০) শুক্রবার বিকেলে শংকরঘোষ বাজারে আসেন কেনাকাটা করতে। এসময় তার ছেলে বিল্লাল হোসেন (৩৮) বাবার সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তিনি তার বাবাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। উদ্ধার করে স্থানীয়রা বাড়িতে পৌঁছে দেন। পরে সন্ধ্যার দিকে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের ছেলেকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com