
তারকাবহুল শিল্পী সমিতির ইফতারে মধ্যমণি 'আম্মাজান'
প্রকাশ: ২৩ এপ্রিল ২২ । ১৩:১৫ | আপডেট: ২৩ এপ্রিল ২২ । ১৩:২৩
বিনোদন প্রতিবেদক

চলচ্চিত্র অভিনেতা অীভনেত্রীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি। তাই এই সমিতির যে কোনো কার্যকলাপে তারকাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।
শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর মগবাজারের একটি কনভেনশন হলে এই শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। সেখানে উপস্থিত হয়েছিলেন নানা প্রজন্মের তারকারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বরেণ্য চলচ্চিত্রাভিনেতা আলমগীর। প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির আহ্বানে অংশ নিতে দেখা গেছে কিংবদন্তী অভিনেত্রী শবনমকে।
ইফতার অনুষ্ঠানের আগে লিখিত বক্তব্য পাঠ করেন শবনম। জানান, 'জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও বহুদিন পর সিনেমার মানুষের কাছে এসে যে ভালোবাসা পেয়েছি, তাতে চিরঋণী আমি।'
১৯৯৯ সালে কাজী হায়াতের পরিচালনায় ‘আম্মাজান’ ছবির পর গত ২৩ বছরে আর কোনো সিনেমায় দেখা যায়নি শবনমকে। এ বিষয়টি নিয়েও এসময় কথা বলেন শবনম। জানান, কাজী হায়াতের ‘আম্মাজান’ এর পর আর কোনো চলচ্চিত্রে উপযুক্ত চরিত্রের অভাবে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। এরইমধ্যে চলচ্চিত্রে দেখা দেয় গভীর সংকট। এমনাবস্থায় অভিনয়ের ইচ্ছে পোষণ করলেও ভালো চিত্রনাট্যের অভাবে আর তা হয়ে ওঠেনি।
এসময় আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, ‘প্রায় দুই যুগ সিনেমার বাইরে, তারপরও আপনারা আমাকে মনে রেখেছেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’ গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে এসময় গুণী এই অভিনেত্রী বলেন, ‘সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, চলচ্চিত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। আমাদের ভুল শুধরে দিন।’
ইফতারের এই আয়োজনে চমক হিসেবে ছিলেন অভিনেতা মাহমুদ কলি।
এদিন ইফতার অনুষ্ঠানে বসে তারার মেলা। চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, অমিত হাসান, অনন্ত জলিল, বর্ষা, নিপুণ, কেয়া, সাইমন, নিরব, ইমন। এ ছাড়াও ইফতারের শেষ সময়ে এসে হাজির হোন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। উপস্থিত ছিলেন চলচ্চিত্রের আরও অনেক তারকা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com