ইমরানকে সরাতে ‘বিদেশি ষড়যন্ত্র’ ছিল না, এনএসসির বিবৃতিকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২৩ এপ্রিল ২২ । ১৩:২০ | আপডেট: ২৩ এপ্রিল ২২ । ১৩:৩৮

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র জেলিনা পোর্টার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরাতে ‘বিদেশি ষড়যন্ত্রের’ যে অভিযোগ করা হচ্ছিল এতদিন তা খারিজ করেছে দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। আর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র জেলিনা পোর্টার এ কথা জানান। খবর ডনের।

এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এনএসসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ছিলেন জেষ্ঠ্য সেনা ও সরকারি কর্মকর্তারা। এতে যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগ নিয়ে আলোচনা হয়। বৈঠকের যে সংবাদ বিজ্ঞপ্তি আমরা পেয়েছি তাতে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে কোনো ধরনের বিদেশি ষড়যন্ত্র ছিল না। আপনি বিষয়টি কীভাবে দেখেন?

জবাবে পোর্টার বলেন, আমরা এ বিবৃতিতে স্বাগত জানাই।

এর আগে শুক্রবার অনুষ্ঠিত এনএসসির ওই সভায় নতুন প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান ও গোয়েন্দা বাহিনী আইএসআইয়ের প্রধান ‘ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাস থেকে পাওয়া টেলিগ্রাম বার্তা’ নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদও। যিনি বৈঠকে তার পাঠানো টেলিগ্রাম বার্তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বৈঠক শেষে বিবৃতিতে বলা হয়, এনএসসি বৈঠকে সবাই উপসংহারে পৌঁছেছে যে, সরকার উৎখাতে ‘কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল না’। 

‘পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কারণে’ মার্চে এ কমিটি একটি দেশের বিরুদ্ধে ‘শক্তিশালী ডিমার্চে’ জারির সিদ্ধান্ত নিয়েছিল। যদিও কোন দেশের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয় সেটি আর বলা হয়নি।

শনিবারের সংবাদ সম্মেলনে ইমরান খানের করা অভিযোগ উড়িয়ে দিয়ে পোর্টার বলেন, যে সব গুজব ছড়ানো হয়েছে তার মধ্যে বিন্দুমাত্রও সত্য নেই। ফলে আমরা এ বিবৃতিকে স্বাগত জানাচ্ছি।

তিনি বলেন, আমি বলতে চাই, পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের যে সহযোগিতার সম্পর্ক বিদ্যমান তাকে সম্মান করে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য শক্তিশালী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক পাকিস্তান জরুরি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com