হিজলায় দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ-অবরোধ

প্রকাশ: ২৩ এপ্রিল ২২ । ১৫:০৯ | আপডেট: ২৩ এপ্রিল ২২ । ১৫:২৪

বরিশাল ব্যুরো

বরিশালের হিজলায় দোকানে হামলা ও ভাঙচুর চালিয়ে দুই লাখ টাকা লুট করে নেওয়ার ঘটনায় থানায় দেওয়া অভিযোগ মামলা হিসেবে এজাহারভুক্ত না করায় এবং দায়ীদের গ্রেপ্তার দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা।

শনিবার সকালে এই বিক্ষোভ হয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসায়ীরা কর্মসূচি স্থগিত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হিজলা উপজেলা সদরের একটি দোকানে জুতা কিনতে গিয়ে তর্কের জের ধরে হামলা ও ভাঙচুর চালিয়ে দুই লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ ওঠে রিপন ব্যাপারী নামের স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় তারেক হোসেন (৩৫) নামের ওই ব্যবসায়ীকে মারধর করা হয়। আহত অবস্থায় তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতেই এ ব্যাপারে হিজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী তারেক। অপরদিকে অভিযুক্ত রিপন ব্যাপারীর স্ত্রী নারী ইউপি সদস্য শিল্পী বেগমও পৃথক একটি অভিযোগ দেন থানায়। ব্যবসায়ী তারেকের দায়ের করা অভিযোগটি শনিবার সকাল পর্যন্ত মামলা হিসেবে এজাহারভুক্ত হয়নি। এতে ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শনিবার সকাল ১০টায় ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে সড়কে নেমে আসেন এবং বিক্ষোভ করেন। ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় মানববন্ধন ও সমাবেশও করেন তারা। পরে বেলা সাড়ে ১১টার দিকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এবং থানার ওসি ইউনুস মিয়া সমাবেশস্থলে আসেন এবং মামলা নথিভুক্ত করা ও অবিলম্বে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ স্থগিত করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তারেকের দোকানে জুতা কেনার জন্য আসেন রিপন ব্যাপারী ও তার স্ত্রী শিল্পী বেগম। এ সময় একটা স্যান্ডেল দেখতে গিয়ে চাপ দিয়ে ভেঙে ফেলেন রিপন ব্যাপারী। এতে দোকানমালিক তারেকের সঙ্গে  রিপন ব্যাপারীর তর্ক হয় এবং রিপনকে দোকান থেকে বের হয়ে যেতে বলেন তারেক। এতে ক্ষিপ্ত হন রিপন। এরপর সন্ধ্যা ৬টার দিকে ১০-১২ জনকে সঙ্গে নিয়ে ওই দোকানে হামলা চালান তিনি। এ সময় দোকানটি ভাঙচুর ও তারেককে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যান। এরপর তারা তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত রিপন ব্যাপারী উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিল্পী বেগমের স্বামী।

এ বিষয়ে হিজলা থানার ওসি ইউনুস মিয়া শনিবার দুপুরে বলেন, দুই পক্ষই থানায় পৃথক দুটি অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব। এখনো কোনো পক্ষের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। যেহেতু দুপক্ষই একই এলাকার তাই বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com