মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

প্রকাশ: ২৩ এপ্রিল ২২ । ২২:৫৩ | আপডেট: ২৩ এপ্রিল ২২ । ২২:৫৩

হবিগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অথচ এর কোনো রসিদ দেওয়া হচ্ছে না শিক্ষার্থীদের। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্নিষ্ট কর্মকর্তাদের কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে অভিযোগটি করেন চরহামুয়া গ্রামের বাসিন্দা নূর আলী।

অভিযোগে উল্লেখ করা হয়, তাহির আলী তালুকদার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই নানা অনিয়ম-দুর্নীতি শুরু করেছেন। ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি ধার্য করেছে এক হাজার ৬১৫ এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৪৯৫ টাকা। কিন্তু ওই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছেমতো টাকা আদায় করছেন। তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে দুই হাজার ৬০০ টাকা পর্যন্ত আদায় করছেন। ব্যবসা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছেন দুই হাজার ৪০০ টাকা।

শাহজালাল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী নাঈমা আক্তার বলেন, দুই হাজার ৫০০ টাকার নিচে বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষার্থীকেই ফরম পূরণ করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক। আর ফরম পূরণ করলেও কোনো রসিদ দেওয়া হচ্ছে না।

একই বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, 'এত টাকা একসঙ্গে দেওয়ার সামর্থ্য নেই বাবার। তাই আমি এখনও ফরম পূরণ করতে পারিনি।'

মানবিক বিভাগের শিক্ষার্থী আনোয়ার ইসলাম রাহান বলেন, 'শুধু এসএসসি পরীক্ষার ফরম পূরণই নয়। একই সঙ্গে নেওয়া হচ্ছে চলতি বছরের সেশন চার্জসহ অনেক ফি। একসঙ্গে এত টাকা জোগাড় করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।'

অভিভাবক ফরিদ মিয়া বলেন, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করছেন। অতিরিক্ত টাকা না দিলে কারও ফরম পূরণ করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এ অবস্থায় অনেক অভিভাবক ঘরের ছাগল, মুরগি বিক্রি করে সন্তানদের পরীক্ষার ফরম পূরণ করাচ্ছেন।

এ প্রসঙ্গে অভিযুক্ত তাহির আলী তালুকদার বলেন, 'দেখেন আমাদের স্কুলে মুজিব কর্নার নেই, নেই কোনো ভালো আবাসন ব্যবস্থা। তাই ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য কিছু অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।' রসিদ না দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন থেকে সবাইকে রসিদ দেওয়া হবে।

হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো বিধান নেই। যদি কোনো শিক্ষক এমনটা করে থাকেন, তাহলে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com